Latest News
  রজত জয়ন্তী রেজিঃ-এর জন্য রজত জয়ন্তী মেনুতে ক্লিক করে ফরম পুরণ করতে হবে।     কলেজের আভ্যন্তরিন প্রথম বর্ষের স্থগিত 28/06/2025 তারিখের পরীক্ষা আগামী 08/07/2025 তারিখে অনুষ্ঠিত হবে।  
                                               কলেজের ইতিহাস:
২০০০ সালের শেষের দিকে যশোর জেলার চৌগাছা উপজেলার উত্তর অঞ্চলে চৌগাছা-কোটচাঁদপুর মহাসড়কের পাশে গাছ-গাছালি পরিবেষ্টিত এক মনোরম পরিবেশে হাকিমপুর ইউনিয়নের অধীন দেবীপুর গ্রামে, আরাজি সুলতানপুর মৌজায় ২.০০ একর জমির উপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। এলাকার সকল মানুষের সর্ব সম্মতিক্রমে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে হাকিমপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জনাব আজিজুর রহমান কে মনোনিত করা হয়। এছাড়া এলাকার সুধি সমাজ কমিটিতে আসেন। কলেজের সভাপতি (চেয়ারম্যান) মহোদয়ের প্রস্তাবে আরাজী সুলতানপুরের এ, বকশিপুরের বি, চাকলার সি এবং দেবীপুরের ডি নিয়ে কলেজের নামকরণ করা হয় এ. বি. সি. ডি কলেজ।