Latest News:
  রজত জয়ন্তী রেজিঃ-এর জন্য রজত জয়ন্তী রেজিঃ মেনুতে ক্লিক করে ফরম পুরণ করতে হবে।     ABCD College app টি গ্যালারী মেনু থেকে কলেজ App-এ ক্লিক করে ডাউনলোড করা যাবে।     আগামী 21 আগষ্ট 2025 থেকে 2025-2026 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।  

কলেজ প্রতিষ্ঠার ইতিহাস

২০০০ সালের শেষের দিকে যশোর জেলার চৌগাছা উপজেলার উত্তর অঞ্চলে চৌগাছা-কোটচাঁদপুর মহাসড়কের পাশে গাছ-গাছালি পরিবেষ্টিত এক মনোরম পরিবেশে হাকিমপুর ইউনিয়নের অধীন দেবীপুর গ্রামে, আরাজি সুলতানপুর মৌজায় ২.০০ একর জমির উপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। এলাকার সকল মানুষের সর্ব সম্মতিক্রমে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে হাকিমপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জনাব আজিজুর রহমান কে মনোনিত করা হয়। এছাড়া এলাকার সুধি সমাজ কমিটিতে আসেন। কলেজের সভাপতি (চেয়ারম্যান) মহোদয়ের প্রস্তাবে আরাজী সুলতানপুরের এ, বকশিপুরের বি, চাকলার সি এবং দেবীপুরের ডি নিয়ে কলেজের নামকরণ করা হয় এ. বি. সি. ডি কলেজ।

© এ.বি.সি.ডি কলেজ ২০২০